রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যেন নাশকতা করতে না পারে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যেন কোনও ধরনের নাশকতা কিংবা আগুন সন্ত্রাস করতে না পারে, সেদিকে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

সোমবার (১৬ মে) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

তিনি বলেন, ‘চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।’

ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগকে একসঙ্গে কাজ করার ব্যাপারে নির্দেশনা দেন ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম।