ফুটপাত আটকে যাত্রী ছাউনি

রাজধানীর কলাবাগানের একটি ফুটপাত ‍দখল করে তৈরি করা হয়েছে যাত্রী ছাউনি। পথচারীদের অভিযোগ, হাঁটার জায়গা না রেখেই ছাউনিটি তৈরি করা হয়েছে। এটার জন্য নিয়মিতই পড়তে হচ্ছে ভোগান্তিতে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাবাগান মাঠের উল্টো পাশের ফুটপাতটি এমনিতেই সরু। এর বেশিরভাগ অংশ জুড়ে আবার ছাউনি বানানো।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাউনিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল থেকে তৈরি করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনে কোনও বাস এখানে থামে না। কেউ এখানে বসেও না। উল্টো পথচারীদের ভোগান্তি হয়।

এক দোকানি জানালেন, ‘রাতে চলাচল করতে গিয়ে মানুষ প্রায়ই এতে আঘাত পায়। তাছাড়া রাতে বখাটেরাও এটা দখল করে বসে থাকে।’

ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী (টিইসি) রাজীব খাদেম জানিয়েছেন, ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলায় আনতে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটি কর্তৃক এ জায়গায় যাত্রী ছাউনির স্থান নির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা সাধারণত পাঁচ ফুট হাঁটার পথ রেখে ছাউনি নির্মাণ করি। এটার ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে কিনা পরিদর্শন করে দেখবো। সমস্যা হলে সরিয়ে নেবো।’

বাস না থামার বিষয়ে তিনি বলেন, ‘বাস থামার কথা। বাস রুট রেশনাইজেশন কমিটি ও ডিটিসিএর পরামর্শে এ ছাউনি করা হয়েছে। এখন না থামলেও পরে থামবে।’

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকায় পদচারীবান্ধব সড়ক পরিবহন ব্যবস্থা গড়বার ব্যাপারে কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) সুস্পষ্ট নির্দেশনা আছে। পথচারীদের নিরাপদে হাঁটার ব্যবস্থা করার অন্যতম দায়িত্ব ঢাকার সিটি করপোরেশনগুলোর।’