ড্রোন জরিপ: আরও ৪৫ ছাদবাগানে জমা পানি

মশার উৎস খুঁজতে ড্রোন জরিপ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৪৫টি বাড়ির ছাদবাগানে জমা পানি ও তিনটিতে মশার লার্ভা খুঁজে পেয়েছে।

রবিবার (৩ জুলাই) জরিপকারী দল ডিএনসিসি’র ৫টি অঞ্চলে ড্রোন উড়ায়।

ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা সেক্টর ১, ৩, ও ৫ এলাকায় ৫২টি ছাদবাগানের ১৪টিতে জমা পানির উৎস ও একটিতে লার্ভা খুঁজে পাওয়া গেছে। অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর সেকশন-২ ও ন্যাশনাল হাউজিং এলাকায় ৩১টি ছাদ বাগানের মধ্যে ১০টিতে জমা পানি ও একটিতে লার্ভা পাওয়া যায়।

অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁওয়ের ওয়ার্ড নং ২৪ এলাকায় ৫টি ছাদবাগানের একটিতে পানি ও লার্ভা পাওয়া যায়। অঞ্চল-৪ এর আওতাধীন মিরপুরের টোলারবাগ এলাকায় ১১টি ছাদবাগানের মধ্যে ৫টিতে জমা পানি খুঁজে পায় ড্রোন কিন্তু লার্ভা শনাক্ত করা যায়নি। অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুরে ২১টি ছাদ বাগানের মধ্যে ১৪টিতে জমা পানি পাওয়া গেলেও কিন্তু কোন লার্ভা শনাক্ত করা যায়নি।