ফার্মের গরুই বেশি বারিধারার কোরবানির হাটে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বারিধারার ১০০ ফিট রাস্তার পাশে খালি জমির ওপর অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে।

সোমবার (৪ জুলাই) হাট ঘুরে দেখা যায়, মৌসুমি ব্যবসায়ীদের কাছে দেশের বড় বড় ফার্মের গরুই বেশি। অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ানসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি বড় বড় গরু দেখা যায় হাটটিতে।

আমেরিকা এগ্রো ফার্ম, কুষ্টিয়ার আব্দুল্লাহ এগ্রো ফার্ম, মেহেরপুরের মা এগ্রো ফার্ম, চাঁদপুরের লুবাব তাসনিম এগ্রো ফার্ম ও পঞ্চগড়ের করতোয়া ফার্মের গরু বেশি দেখা গেছে এই হাটে।

ফার্মের গরুগুলোর ওজন প্রায় ৫০০ কেজির বেশি। দাম ১০ লাখের ওপরে।

হাটে কথা হয় করতোয়া এগ্রো ফার্মের মালিক শাহাবুদ্দিনের সঙ্গে। তিনি জানান, ৭টি অস্ট্রেলিয়ান জাতের গরু নিয়ে হাটে এসেছেন তিনি। বলেন, সাতটি গরুর সবগুলোর ওজনই ৫০০ কেজির বেশি। সবচেয়ে বড় গরুটির নাম শাহেনশাহ। ওজন ১২০০ কেজি, আর দাম ১৫ লাখ টাকা। সবচেয়ে ছোটটির নাম মিরগড়। ওর ওজন ৮০০ কেজি, দাম ১০ লাখ।

ক্রেতাদের সাড়া কেমন জানতে চাইলে বলেন,  এখনও তেমন সাড়া নেই। ঈদের এখনও অনেক বাকি। মানুষ গরু কই রাখবে এজন্যই সাড়া কম। আশা করছি আগামী দুই-একদিনের মধ্যে কেনাবেচা জমবে।

রাজধানীর বেরাইদ থেকে আসা ইসমাইল হোসেন বলেন, গরু কিনতে আসছিলাম। এই হাটে দাম অনেক বেশি। আরও দিন দুয়েক গেলে অনেক গরু আসবে হাটে। তখন কিনবো। দামও কমবে তখন।