ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান

ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকাবাসীকে এ আহ্বান জানান মেয়র তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা লক্ষ করি, অনেকেই ঈদের তৃতীয় দিনে কোরবানির পশু জবাই করে থাকেন। বিনীতভাবে নিবেদন করছি, তৃতীয় দিনের অপেক্ষায় যাতে কেউ না থাকেন। ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই যেন কোরবানি সম্পন্ন করেন। কারণ বর্জ্য অপসারণে আমরা একটানা ৭২ ঘণ্টা কাজ করবো। সে জন্য তাদেরও বিশ্রাম প্রয়োজন রয়েছে। ঈদের ছুটির প্রয়োজন রয়েছে।’    

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরাবরের মতো এবারও বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করা হয়েছে জানিয়ে শেখ তাপস বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য এবং হাটের বর্জ্য-সবমিলিয়ে আমরা বিশাল এক কর্মযজ্ঞে লিপ্ত থাকি। সেই প্রস্তুতি আমরা এরই মধ্যে সম্পন্ন করেছি। আজ রাত ১১টা হতে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আগামীকাল কোরবানির পর দুপুর ২টা থেকে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবো। আমরা আশাবাদী, আগের মতো এবারও সকল বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে সক্ষম হবো।’

আলাপকালে মেয়র জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামীকাল সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান। তিনি বলেন, ‘যেখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন।’

এ সময় ঢাকাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান তাপস এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধ করেন।     

পরিদর্শনকালে অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, দক্ষিণ সিটির পরিবহন মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির উপস্থিত ছিলেন।

জাতীয় ঈদগাহে ঈদ জামাতের তথ্য

- সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

- প্রধান ঈদ জামাতের মূল ইমাম হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।

-বিকল্প ইমাম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, মুহতামিম, জামেয়া আরাবিয়া মিরপুর।

- ক্বারি মাওলানা হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।