৫৮টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ড থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো: ১-৫, ৯-১৪, ১৮-২১, ২৩-৩২, ৩৪, ৩৬-৪১, ৪৩, ৪৬, ৪৮, ৪৯, ৫১-৬৪, ৬৬, ৬৭, ৬৯-৭৩ ও ৭৫।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর শাহজাহানপুর, রহমতগঞ্জ ও শ্যামপুর কদমতলী পশুর হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পশুর হাট হতে ৯৮ শতাংশ এবং ধোলাইখাল পশুর হাট হতে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।     

বাকি পশুর হাটগুলো হতে গড়ে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এছাড়াও ৯ জুলাই রাত ১১টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ বিগত ৪৩ ঘণ্টায় ২ হাজার ৯৯৭টি ট্রিপের মাধ্যমে মোট ১২ হাজার ৬৪২ দশমিক ৬৮ মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তরপূর্বক অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।