চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

কোরবানির ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিশু-কিশোরসহ পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীর উপস্থিতি সবচেয়ে বেশি।

এদিন চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, সকালে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। উপস্থিতির মধ্যে সবচেয়ে বেশি শিশু-কিশোর এবং তাদের সঙ্গে আসা অভিভাবকরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে থাকেচিড়িয়াখানার অন্তত তিন জন টিকিটকর্মী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিকালে ভিড় আরও বাড়বে। অনেকে শেষ বেলায় বের হতে পারেন। প্রতিবার কোরবানির সময় এমনটিই ঘটে থাকে।’

জানা যায়, দর্শনার্থীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তুলনামূলক কম বয়সী যুগল দর্শনার্থীরা। তার পরেই রয়েছে দলবেঁধে ঘুরতে আসা তরুণ-তরুণী। তবে বয়স্ক দর্শনার্থীর উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক চিড়িয়াখানার একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, করোনা মহামারির পর দর্শনার্থীর সংখ্যা অনেকটা কমেছে। গতবার কোরবানির ঈদের পরের দিন ভিড়ের মাঝে সন্তান হারানোর ঘটনাও ঘটেছে। সে হিসেবে গতকাল উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ দর্শনার্থীর সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন...

দর্শনার্থী কম চিড়িয়াখানায়, পার্কগুলোতে ভিড়