X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দর্শনার্থী কম চিড়িয়াখানায়, পার্কগুলোতে ভিড়

মাহফুজ সাদি
১২ জুলাই ২০২২, ০০:০৬আপডেট : ১২ জুলাই ২০২২, ০০:০৮

কোরবানির ঈদের ছুটিতে প্রতিবারই রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এবং বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এবার ঈদের দিন রবিবার এবং পরের দিন সোমবার (১১ জুলাই) ভিন্নচিত্র দেখা গেছে এ কেন্দ্রগুলোতে। বিশেষ করে চিড়িয়াখানায় ভিড় কমেছে, অনেকের আগ্রহ বেড়েছে পার্কগুলোতে।

এদিন ঢাকার মিরপুর চিড়িয়াখানা, সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি পার্ক, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, রমনা পার্ক ও বলধা গার্ডেন ঘুরে এমনটাই দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব স্থানে বেড়াতে যাওয়া মানুষের সংখ্যা ঈদের দিন বেশ কম থাকলেও আজ কিছুটা বেড়েছে। তবে আগের চেয়ে উপস্থিতির পরিমাণ অনেকটাই কমেছে।

চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, সকালে দর্শনার্থীর সংখ্যা তেমন একটা ছিল না। বিকাল নাগাদ কিছুটা বাড়লেও তা অন্যান্য বারের চেয়ে অনেকটাই কম। উপস্থিতির মধ্যে সবচেয়ে বেশি শিশু-কিশোররা, তাদের সঙ্গে এসেছেন অভিভাবকরাও। এর পরেই রয়েছে যুগল দর্শনার্থীর সংখ্যা। বয়স্ক দর্শনার্থীর উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

চিড়িয়াখানার অন্তত তিনজন টিকিটকর্মী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, করোনা মহামারির আগে যে পরিমাণ মানুষ এখানে বেড়াতে আসত, তা কমে এবার ১০-২০ শতাংশে নেমেছে। এবারের উপস্থিতির মধ্যে শিশু-কিশোররা সবচেয়ে বেশি। তাদের সঙ্গে অভিভাবকরা আসায় উপস্থিতি চোখে পড়ছে।

চন্দ্রিমা উদ্যানের দুইজন নিরাপত্তা প্রহরী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সময়ের মধ্যে এবার কোরবানির ঈদে ঘুরতে আসা মানুষের সংখ্যা কমেছে। তারপরও আশপাশের অনেকে এখানে ঘুরতে এসেছেন। সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে আসর থেকে মাগরিব পর্যন্ত। নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পরে উপস্থিতি কমে যায়।

ধানমন্ডি পার্ক ও রবীন্দ্র সরোবরে বেড়াতে যাওয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে উঠতি বয়সের ছেলে-মেয়েদের। বয়স্করা শেষ বিকালে হাঁটতে এসেছেন। একই দৃশ্য দেখা যায় হাতিরঝিলেও। দৃষ্টিনন্দন এই স্থানটিতে সন্তানদের নিয়ে আসা পরিবারের সংখ্যা বেড়েছে।

হাতিরঝিলের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আজ (সোমবার) সকালে বেড়াতে আসা মানুষের সংখ্যাটা খুব কম ছিল। বিকাল ৩টার পর থেকে উপস্থিতি বেড়েছে। দিনের বেলায় ঘুরতে আসা মানুষের মধ্যে অধিকাংশই সন্ধ্যার আগে চলে গেছেন। সন্ধ্যার পরেও যারা এখানে এসেছেন, তাদের বেশিরভাগ তরুণ-তরুণী।

এ ছাড়া রমনা পার্ক ও বলধা গার্ডেনেও অনেকটা হাতিরঝিলের মতোই দৃশ্য দেখা গেছে। বলধার চেয়ে রমনায় বয়স্কদের পাশাপাশি সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়েও আসতে দেখা গেছে অনেককে। ঘুরে বেড়ানো ছাড়াও ছবি তোলার ক্ষেত্রে এগিয়ে রয়েছে চিড়িয়াখানা, রমনা পার্ক ও হাতিরঝিল।

/এমএস/
সম্পর্কিত
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বশেষ খবর
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান