বনানী ২৭ নম্বরের পার্ক এখন কামাল আতাতুর্ক পার্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বনানী ২৭ নম্বর রোডে অবস্থিত পার্কটির নতুন নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক পার্ক।তুরস্কে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের নাম অনুসারে এ নাম রাখা হয়। ইতোমধ্যে নামের ফলকটি পার্কে বসানো হয়েছে।

সোমবার (২৫ জুলাই) উত্তর সিটির সহকারী প্রকৌশলী নুরুজ্জামান খান জানান, পার্কটি শিগগিরই উদ্বোধন করা হবে।

ডিএনসিসি মেয়র দফতর সূত্রে জানা গেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগলু, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম পার্কটি উদ্বোধন করবেন। মাঠের সীমানা দেয়ালের বাইরে কামাল আতাতুর্কের একটি আবক্ষ মূর্তি বসানো হবে বলেও জানা যায়।

সিটি করপোরেশন আওতাধীন উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় পার্কটির উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে।পার্কটি রয়েছে ক্রিকেট ও ফুটবল পিচ, নারী অঙ্গন, হাঁটার পথ, শৌচাগার, বসার জায়গা, শিশু ও কিশোরদের আলাদা খেলাধুলার জায়গা ও সরঞ্জাম।

সোমবার পার্কটি ঘুরে দেখা যায়, ডিএনসিসি পার্কটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তারা মূলত সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে।

সিটি করপোরেশনের কর্মীরা জানায়, পার্কের নাম ফলকটি গতকাল রবিবার বসানো হয়েছে।

জানা গেছে, পার্কটির উন্নয়ন প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। পার্কের আধুনিকায়ন ও সবুজায়নে ৫ কোটি টাকার মতো ব্যয় হয়েছে।