বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাফওয়া

‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।

এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) বিএএফ শাহীন হল ঢাকায় বাফওয়ার সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা কর্তৃক বঙ্গমাতার জীবনীর ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাফওয়ার উদ্যোগে ঢাকার বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশারের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান।

এছাড়া, ঢাকার বাইরে বাফওয়ার অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাগুলোতেও বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে স্ব-স্ব বাফওয়া অডিটরিয়ামে বঙ্গমাতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা সহকারে আয়োজন করা হয়েছে।