চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত রেজাউল গ্রেফতার

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকের (২৭) মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মো. রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এদিকে পুলিশ জানিয়েছে, জান্নাতুল নাঈমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের গলা, নিচের ঠোট, থুতনি, বুকের মাঝামাঝি কাটা দাগ দেখা গেছে।

ময়নাতদন্ত শেষে নিহতের বাবা অবসরপ্রাপ্ত চিকিৎসক মো. শফিকুল আলম লাশ বুঝে নেন। 

আরও পড়ুন...

রাজধানীতে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার