রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম মো. শহিদুল ইসলাম (৫০)। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) নামে দুইজন আহত হয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত তিনজনকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক অটোরিকশাচালক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মালতি রানী ও বিশ্বজিৎ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সম্পর্কে মা ও ছেলে। বনানী আর্মি স্টেডিয়ামের সামনে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তারা আহত হয়েছিলেন।

সিসি টিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নিহতের গ্রামের বাড়ি যশোর আর আহতদের গ্রামের বাড়ি নাটোর।