পুরান ঢাকার ৫০০ রাসায়নিক গুদাম সরবে: তাপস

এ বছরের ডিসেম্বরের মধ্যে পুরান ঢাকা থেকে ৫০০ রাসায়নিক গুদাম ও কারখানা শ্যামপুর শিল্পাঞ্চলে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৭ আগস্ট) পুরান ঢাকার চকবাজার এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।

মেয়র বলেন, ‘মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে আমরা চিরুনি অভিযান করে এক হাজার ৯২৪টি কারখানা ও গুদাম চিহ্নিত করেছি। সেগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো সম্পূর্ণরূপে স্থানান্তর না হলে দুর্ঘটনা থেকে আমরা মুক্ত হবো না। এ কার্যক্রম চলমান থাকলে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে।’

সব সংস্থাকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘এখানে কীভাবে একটি রেস্তোরাঁ হয়, যার বাণিজ্যিক অনুমতি নেই? বাণিজ্যিক অনুমতি না দেওয়া সত্ত্বেও কীভাবে গ্যাসের সংযোগ পেলো? বিদুতের সংযোগ পেলো তারা?

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এসব এলাকার কারখানা ও গুদামে মানুষ ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছে। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় রাসায়নিক কারখানা, গুদাম ও বিভিন্ন ধরণের ফ্যাক্টরির করণে যানজট যেমন বেশি, তেমনই ঝুঁকির মধ্যে আছেন এখানকার বসিন্দারা। এমন অবস্থায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়। এটা হতে হবে পর্যটন এলাকা।’

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে অগ্নিকাণ্ডের তদন্ত করতে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছে।