ইয়াবাসহ এলিট ফোর্সের দুই নিরাপত্তাকর্মী আটক

বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘এলিট ফোর্সের’ দুজন নিরাপত্তাকর্মীসহ তিন জনকে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (২৪ সেপ্টেম্বর) উত্তরার ৭ নং সেক্টরের রবীন্দ্র সরণি এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৭ নং সেক্টরের রবীন্দ্র সরণি এলাকা থেকে শনিবার দুপুরে ইসমাইল (৩২) ও রবিউল ইসলাম মামুন (২০) নামে দুই নিরাপত্তাকর্মী ও কাপড় ব্যবসায়ী জাকারিয়া মাসুদ বাপ্পিকে (২৬) আটক করা হয়।

আটক দুজন নিরাপত্তাকর্মী ‘এলিট ফোর্স’ নামক কোম্পানিতে চাকরি করতো। নিরাপত্তার কাজের আড়ালে তারা মাদক ব্যবসা করতো। তাদের কাছ থেকে ৯ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং তিন গ্রাম আইস উদ্ধার করা হয়।

এলিট ফোর্স রাজধানীর বিভিন্ন দূতাবাস, মার্কেট, বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তায় কাজ করে।

যেভাবে তারা মাদক ব্যবসা করে আসছে
তারা টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর কেন্দ্রিক একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। তারা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের মাদক ব্যবসায়ীদের পাইকারি দরে সরবরাহ করতো। এলিট ফোর্স নামক সিকিউরিটি কোম্পানিতে গার্ডের চাকরির সুবাদে তাদের কেউ সন্দেহ করতো না।

এনক্রিপ্টেড অ্যাপসের ব্যবহার
এই সিন্ডিকেটের সবাই গোপনীয়তার স্বার্থে নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে। তারা কোনও নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার না করে ক্রমাগত নম্বর পরিবর্তন করতো। এনক্রিপ্টেড অ্যাপসসমূহ বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।