মিরপুর প্যারিস রোডের মাঠ ফেরতের দাবিতে মানববন্ধন

রাজধানীর মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড মোড়ে অবস্থিত মাঠটি ফেরত চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওই মাঠের সামনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন থেকে এ দাবি করেন।

দাবির বিষয়ে স্থানীয় এক বাসিন্দা স্বাধীন বলেন, 'এক সময় এটা মাঠ ছিল, পরে এই মাঠ বাস্তুহারাদের দ্বারা অবৈধভাবে বেদখল হয়ে যায়৷'

তিনি বলেন, দীর্ঘ সময় বেদখল থাকার পর এই মাঠ উদ্ধার করা হলেও এখন বিভিন্ন মহল আবার এই মাঠ দখল করার পাঁয়তারা করছে। এরইমধ্যে প্লট তৈরির উদ্দেশ্যে ইট-বালু নিয়ে আসা হয়েছিল কিন্তু আমাদের বাধার মুখে তা হতে পারেনি। এখন আমরা এলাকাবাসী দাবি জানাচ্ছি আমাদের আগামীর প্রজন্মের জন্য মাঠটি সঠিক ব্যবস্থাপনায় এলাকার শিশুদের জন্য গড়ে তোলা হোক।

আরেক বাসিন্দা আফরোজা বেগম বলেন, 'আমাদের এলাকায় আগে বেশ কয়েকটা মাঠ ছিল কিন্তু সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। এখন আর আমাদের সন্তানদের খেলার জন্য খোলা মাঠ নাই। এই জায়গাটা আবার উদ্ধার হওয়ায় ভেবেছিলাম এইটাকে মাঠ করা হবে। কিন্তু সেটা না করে আবারও দখল করার চেষ্টা করছে। আমরা এই মাঠ ফেরত চাই।'