উত্তরায় পোশাক কর্মকর্তাকে অজ্ঞান করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় বায়িং হাউসের এক কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় তিন লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ অক্টোবর) উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার নাম ইমরান হোসেন (৩৫)। তিনি এসএস টেক্স ফ্যাশন নামে বায়িং হাউসের সিও। তিনি দক্ষিণখান নর্দাপাড়া থাকেন। তার গ্রামের বাড়ি পাবনার বেড়ায়। বাবার নাম ফরহাদ আলী।

শনিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন এসএস টেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সোহেল জানান, ইমরান সকালে বাসা থেকে বের হয়ে বাসে উত্তরা রাজলক্ষ্মী যাচ্ছিলেন। বাসের মধ্যে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার কাছে থাকা ২ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে যায়।

নাজমুল ইসলাম বলেন, ‌‘আমি সকালে তার মোবাইলে কল দিই। পরে জানতে পারি ইমরান অচেতন, তাকে পথচারীরা উদ্ধার করে পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আমার স্টাফদের পাঠাই সেখানে। বিকাল ৫টায় সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সে এখন সেখানে চিকিৎসাধীন আছে।’

কীভাবে তাকে অজ্ঞান করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইমরান আস্তে আস্তে বলতে চেয়েছিল যে তাকে স্প্রে করা হয়েছিল। তবে সুস্থ হলে সঠিক তথ্য জানা যাবে।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক অচেতন ব্যক্তিকে আজ বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।