কমলাপুর-ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুর ও ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে পৃথক ঘটনায় এক নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহামেদ চৌধুরী এ তথ্য জানান। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনের পাবলিক টয়লেট থেকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অজ্ঞাত এক পুরুষের (৫০) লাশ উদ্ধার করা হয়। সেখানে লাশ দেখে যাত্রীরা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্টোক করে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, একই দিন সকাল পোনে ৬টার দিকে ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে অজ্ঞাত (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, ভোরে কোনও ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

দুটি ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।