রমনা অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়

আধুনিক ওয়াশ ব্লক, খুশি শিক্ষক-শিক্ষার্থীরা

রাজধানীর রমনা অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে আধুনিক স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক। পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থাসহ শিশুদের সাপোর্টিং হিসেবে গ্র্যাব রেইলও লাগানো হয়েছে এখানে। ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় সম্প্রতি তৈরি হয়েছে এগুলো।

image(11)

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, নিচতলায় সিঁড়ির নিচে নিরাপদ খাবার পানির ব্যবস্থা রয়েছে। সিঁড়ি বেয়ে দোতলায় গেলেই ক্লাসরুম। দরজার পাশেই বসানো হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। যদিও আগের চিত্র ছিল অনেকটাই নোংরা।image(14)

ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার বাবুল বালা বলেন, এখানে ওয়াশ ব্লক তৈরি করে দিয়েছি। প্রতিবন্ধী শিশুদের অবস্থা অনুযায়ী নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের ঋতুকালীন সময়ে যাতে সমস্যায় না পড়তে হয় সেজন্য ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে।image(15)

রমনা অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাহমিনা পারভিন জানান, ‘আমাদের স্কুলে আগে ভালো টয়লেটের ব্যবস্থা ছিল না। নিচের ক্লাসের বাচ্চাদের অসুবিধা হতো। ওয়াটার এইড আধুনিক হাইকমোডসহ টয়লেট ও হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে। ফলে শিশুদের আগের মতো আর কষ্ট করতে হয় না। হুইলচেয়ার ব্যবহারকারী বাচ্চারাও খুব সহজে এই নতুন ওয়াশরুম ব্যবহার করতে পারে। নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীদের জন্য ভেন্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, এতে তাদের ঋতুকালীন সময়ে অসুবিধায় পড়তে হচ্ছে না। এসব সুবিধা পেয়ে শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সবাই খুশি।’image(12)