বিদেশে বসে দেশবিরোধী চক্রান্তকারীদের বিচার দাবিতে মানববন্ধন

বিদেশে বসে স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবি জানিয়েছে চেতনায় ’৭১ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে এই দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, এবাদুর রহমান, সৈয়দ মোজাক্কির আহমদ, মো. আসয়াদুল হক, ইউসুফ আল আজাদ, মোর্শেদ আহমদ খান, শেখ আবুল ফাত্তাহ, আলী হোসাইন—এরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে প্রতিনিয়ত দেশের সম্মান আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করছে। তাদের দেশে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে।

সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জীবন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—অ্যাডভোকেট মনির হোসেন, ছাত্রলীগের সহসম্পাদক মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সৈকত হাসান প্রমুখ।