বিশ্বকাপের সব ম্যাচ বড় পর্দায় দেখাবে ডিএনসিসি

কাতারে অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘মাঠে একসঙ্গে সবাই মিলে খেলা দেখার মাধ্যমে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূণ্য সম্পর্ক গড়ে উঠবে। বড় পর্দায় খেলা দেখানোর ফলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ডিএনসিসির সব এলাকায় মাসব্যাপী বিশ্বকাপের খেলা দেখানো হবে বড় পর্দায় (ডিজিটাল স্ক্রিন)।’

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন মাঠে কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২-এর খেলা বড় পর্দায় মাসব্যাপী প্রদর্শনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘দলবেধে খেলা দেখার আনন্দ অনেক বেশি। সবার আনন্দের কথা চিন্তা করে আমরা বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছি। অনেকে অফিস থেকে ফেরার পথে খেলা দেখার সুযোগ পাবে।’

শিশুদের সঙ্গে খেলা দেখছেন মেয়র আতিক

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘জনগণের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনার জন্য আমি প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করেছি এবং মতবিনিময় সভা শুরু করেছি। সমস্যার কথা সরাসরি শোনার জন্য তাদের কাছে যাচ্ছি। জনগণের দাবি পূরণ করে এবং সমস্যা সমাধান করে সুন্দর নগর গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণকে সম্পৃক্ত করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’

শিশুদের খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরে মেয়র বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। অথচ শহরে প্রয়োজনীয় খেলার মাঠ নেই। চারপাশে শুধু ভবন নির্মাণ হচ্ছে। শুধু ভবন নির্মাণ করলে হবে না। শিশুদের বিকাশে খেলার সুযোগ করে দিতে হবে।’

তিনি বলেন, ‘ছোট শিশুদের কথা চিন্তা করতে হবে। শিশুরা যখন খেলার মাঠের জন্য অনশন করে সেটা সত্যি দুঃখজনক। মাঠের অভাবে তারা খেলতে পারে না। মানুষ হাঁটার সুযোগ পাচ্ছে না। ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মাঠের জায়গায় প্লট– এটা মানা যায় না। এই প্যারিস রোড মাঠে শিশুরা উৎসবমুখর পরিবেশে আজ খেলা দেখছে। প্যারিস রোডের এই মাঠে শিশুরা খেলবে। এই স্থানটি মাঠ হিসেবেই থাকবে।’

উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় ৯টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এগুলো হলো- রবীন্দ্র সরণি, উত্তরা; মানিক মিয়া এভিনিউ; মুজিব চত্বর, হাতিরঝিল, মধুবাগ; নগর ভবন, গুলশান-২; বছিলা, মোহাম্মদপুর (লাউতলা খাল সংলগ্ন); প্যারিস রোড সংলগ্ন মাঠ; কাঁচকুড়া কলেজ মাঠ; শ্যামলী পার্ক ও খিলগাঁও তালতলা মার্কেট। আরও কয়েকটি স্থান নির্বাচন করে এই সংখ্যা বাড়ানো হবে বলে জানান মেয়র।

বড় পর্দায় সরাসরি খেলা প্রদর্শনীর উদ্বোধন শেষে ডিএনসিসি মেয়র শিশুদের সঙ্গে মাঠে বসে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলাটি উপভোগ করেন এবং শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বড় পর্দায় মাঠে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ খেলা দেখার কারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশুদের আনন্দের কথা ভাবতে হবে। তাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। এই প্যারিস রোড মাঠ প্লট হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছিল। এখানে কিছুতেই প্লট বরাদ্দ দেওয়া যাবে না। প্লট যারা পেয়েছিলেন তাদের জন্য অন্য জায়গায় প্লটের ব্যবস্থা করা হবে। এটি খেলাধুলার জন্য মাঠ হিসেবেই থাকবে।’

৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা।