বংশালে লেগুনার ধাক্কায় নারী নিহত

রাজধানীর পুরান ঢাকায় রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় আহত সালমা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার বংশাল নর্থসাউথ রোডে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

সামলা বেগম বংশাল মোগলটুলি এলাকার মৃত আবুল হোসেন স্ত্রী।

বংশাল থানা ও পরিবার সূত্রে জানা যায়, সুরিটোলা বোনের বাসা থেকে নিজ বাসা মোগলটুলি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বংশাল নর্থসাউথ রোডে লেগুনার ধাক্কায় আহত হন সালমা বেগম। গুরুতর অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখে এক পুলিশ সদস্য তার সঙ্গে থাকা মোবাইল ফোনে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স‍্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১টায় ঢামেকে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই জামাল জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লেগুনাটি বাজেয়াপ্ত করা হয়েছে।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’