‘টেস্ট বাণিজ্য নয়, চিকিৎসকদের প্রকৃত সেবা দিতে হবে’

টেস্ট বাণিজ্য নয়,  জনগণকে প্রকৃত সেবা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মেডিক্যাল কলেজ ফর ওমেন অ্যান্ড হসপিটালে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আতিকুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, অনেক হাসপাতালে টেস্ট বাণিজ্যের কথা শুনে থাকি। চিকিৎসকদের টেস্ট বাণিজ্য নয় প্রকৃত সেবা প্রদান করতে হবে। একজন রোগীকে সেবার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে। একই রিপোর্ট বার বার করা বন্ধ করতে হবে। অবশ্যই প্রয়োজনীয় টেস্ট করতে হবে। তবে অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করতে হবে।

তিনি তার বক্তব্যে ডাক্তারদের রোগীর সঙ্গে ভালো ব্যবহার  ও মানসম্মত সেবা প্রদান করার পরামর্শ দেন।

পরে ইন্টার্ন চিকিৎসকদের শপথ পাঠ করান ও  ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন মেয়র।