বকশীবাজার মাঠে ঢুকতে বাধা পেলে হটলাইনে জানাতে বললো ডিএসসিসি

রাজধানীর বকশীবাজারে উদ্বোধন করা মাঠটিতে ঢুকতে বাধা পেলে তা হটলাইন নাম্বারে জানানোর অনুরোধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিএসসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়েছে,  বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে জনসাধারণের প্রবেশ ও খেলাধুলায় অংশগ্রহণে কোনও ব্যক্তি বিশেষ ও গোষ্ঠী কর্তৃক বাধাপ্রাপ্ত হলে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে যথাসময়ে অবহিত করার অনুরোধ করা হলো।

যোগাযোগের জন্য দেওয়া নিয়ন্ত্রণ কক্ষের নাম্বারটি হলো—  +৮৮০২২২৩৩৮৬০১৪।

উল্লেখ্য,  ডিএসসিসি বকশীবাজারের খেলার মাঠটি দখলমুক্ত ও উন্নয়ন করে। গত ৭ ডিসেম্বর মাঠটি উদ্বোধন করতে গেলে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মেয়র তাপসের অনুষ্ঠানস্থলে হামলা চালায়।

এরই প্রেক্ষিতে ডিএসসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩য় তফসিলের ধারা ২৪.৩ ও ২৪.৪ অনুযায়ী করপোরেশনের আওতাধীন এলাকায় সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং উদ্যান উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করার এখতিয়ার সিটি করপোরেশন সংরক্ষণ করে। মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্বভার গ্রহণের পর হতে ওই আইনের যথাযথ ও কার্যকর প্রয়োগে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন।

জনকল্যাণে নিবেদিত কর্মকাণ্ডে কোনও ধরনের বাধা ও প্রতিবন্ধকতা প্রদান, অরাজকতা সৃষ্টি বরদাশত করা হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল দুষ্কৃতকারীকে বলিষ্ঠভাবে প্রতিরোধ করা হবে।