ড্রেন-খালে পয়োবর্জ্যের সংযোগ বন্ধে ডিএনসিসির অভিযান

সারফেস ড্রেন, খাল বা লেকে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া বন্ধ করতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৪ জানুয়ারি) থেকে এ অভিযান শুরু হয়েছে।  

অভিযানের অংশ হিসেবে বুধবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-২-এর একটি বাসার সামনের ড্রেনে কলা গাছ ঢুকিয়ে দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরে আরও বেশ কিছু বাসা-বাড়ির ড্রেনের লাইনে কলা গাছ ঢুকিয়ে দেওয়া হয়।

এ সময় মেয়র বলেন, ‘সারফেস ড্রেন, খাল বা লেকে পয়ঃবর্জ্যের সংযোগ দেওয়া বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করেছি।’

তিনি বলেন, ‘ব্ল্যাক ওয়াটার কোনোভানেই সিটি করপোরেশনের ড্রেনে, খালে, লেকে ঢুকতে পারবে না। আমরা অনেক আগে থেকেই এ বিষয়ে জানিয়ে আসছি, মানুষকে সচেতন করে আসছি, গণবিজ্ঞপ্তিও দিয়েছি। কিন্তু কেউ কথা শোনেনি। তাই আজ থেকে আমাদের এই অভিযান শুরু হলো। আমরা বাসার সামনে গিয়ে ড্রেনগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি।’