রামপুরা

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর রামপুরায় এস এম মনোয়ার আবিদ (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) রাতে রামপুরা নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল এ তথ্য জানান।

আদিব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন শিকদারের ছেলে। বর্তমানে রামপুরা নিজ ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ধানমন্ডিতে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। তবে বর্তমানে বেকার ছিলেন।  

মৃতের বাবা জাকির হোসেন শিকদার জানান, কী হলো কিছু বুঝলাম না। বউমাসহ সবাই খওয়ার টেবিলে বসি। আবিদকেও আসতে বলি। সে আসছি বলে রুমে যায়। পরে না আসায় রুমে গিয়ে দেখা যায়, সে গলায় ফাঁস নিয়েছে। উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসায় কোনও ঝগড়াঝাঁটির ঘটনা ঘটেনি। কী কারণে সে গলায় ফাঁস নিলো বুঝে উঠতে পারছি না।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর তাসমিম আজম নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় আবিদের। শুক্রবার রাতে হানিমুনে কক্সবাজার যাওয়ার কথা ছিল তাদের। টিকিটও কিনে রেখেছিলেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার থেকে তার মৃত্যুর কোনও কারণ জানাতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।