রাজধানীর মুগদার মানিকনগরে পলি আক্তার (২০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মে) সকালে মানিকনগরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা এ তথ্য জানান।
পলি শেরপুর সদর উপজেলার সুতিরপাড় গ্রামের সুজন মিয়ার মেয়ে। পলির স্বামীর নাম মোহাম্মদ হাসান। তারা মুগদা মানিকনগর ভাড়া বাসায় থাকতো। পাশাপাশি রুমে নিহতের বাবা-মাও থাকতো। তাদের এক বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
এসআই আঙ্গুরা আক্তার সীমা বলেন, ‘খবর পেয়ে সকাল ৮টার দিকে মুগদার মানিকনগরের বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এসআই বলেন, ‘পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে তার স্বামী হাসানকে দোষারোপ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসানকে থানায় নেওয়া হয়েছে।’
নিহতের ভগ্নিপতি আলমগীর বলেন, ‘গত পরশুদিন পারিবারিক বিষয় নিয়ে পলির সঙ্গে তার স্বামী হাসানের বাগবিতণ্ডা হয়। ওইদিন পলিকে সে মারধরও করে।’