খালের পাড়ে অবৈধ গরুর খামার, ৩ লাখ টাকা জরিমানা ডিএনসিসির

রামচন্দ্রপুর খালের পাড়ের অবৈধ গরুর খামার গড়ে তোলায় ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে বেদখল স্থাপনা অপসারণে ১৫ দিনের আল্টিমেটাম দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এই জরিমানা করেন মেয়র।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আতিকুল ইসলাম বলেন, ‘রামচন্দ্রপুর খালটি আমি পরিস্কার করে দিয়েছিলাম। এটি আবার গো-বর্জ্য ও অন্যান্য বর্জ্য দিয়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু শহর নোংরা কিংবা জনগণের ভোগান্তি সৃষ্টি করার অধিকার কারও নেই।’

বায়ু দূষণ রোধে স্থাপনা নির্মাণে ধুলাবালি বন্ধে ডিএনসিসির ঠিকাদারদের শিগগিরই নোটিশ পাঠানো হবে জানান মেয়র আতিক।