সিদ্দিকবাজারে বিস্ফোরণ

আরও দুই জনসহ ১৯ লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। তারা হলেন, রবিন হোসেন ও মোমেন উদ্দিন সুমন। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ১৯ জনের লাশ উদ্ধার হলো। এ ঘটনায় এখনও নিখোঁজ মেহেদী হাসান স্বপন নামে একজন।

নতুন করে উদ্ধার হওয়া দুই লাশের পাশ থেকে চারটি মোবাইল, একটি ঘড়ি এবং নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব জিনিস ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিএমপির বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আখতারুজ্জামান।

এছাড়া ভবনটিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধারকাজ শুরু করে।