তেজগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৩ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

‘আগুনে অনেক টিনশেডের ঘর পুড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে এই বস্তিতে লাগা আগুনে কয়েক শ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।