কুড়িল লেকে ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজধানীর কুড়িল লেকে ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেখানে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা রয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকালে মৎস্য অধিদফতর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি উপলক্ষে কুড়িল লেকে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘কুড়িল লেকে পয়োবর্জ্যের সংযোগ নেই বলে এখানে মাছ চাষ করা সম্ভব হচ্ছে। কুড়িল লেককে একটি মডেল লেকে পরিণত করা হবে। এখানে সবার জন্য ফিশিং করার সুযোগ থাকবে। তবে শুধু কুড়িল লেক নয়, পর্যায়ক্রমে গুলশান, বনানী ও বারিধারা লেকেও মাছ চাষ করা হবে। শহরকে বাঁচাতে হলে সবাইকে সচেতন হতে হবে। শহরকে, দেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে।’

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– মৎস্য অধিদফতরের পরিচালক সৈয়দ মো. আলমগীর, ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।