আগুন দেওয়ার পর সদরঘাট রোডে বাস চলাচল কমেছে

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে আগুনের ঘটনার পর গুলিস্তান-সদরঘাট রোডে বাস চলাচল কমেছে।

রবিবার (২৯ অক্টোবর) ভোর থেকে সদরঘাটের বিভিন্ন রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে সকাল ১০টা নাগাদ আগুনের ঘটনার পর ছেড়ে যাওয়া বাসের সংখ্যা কমেছে।

সংশ্লিষ্টরা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন বাস ছাড়ছেন না তারা। রাস্তায় যাত্রীও কম। এ জন্য পরিস্থিতি দেখে বাস ছাড়া হবে।

এর আগে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে গুলিস্তান থেকে সদরঘাটে আসার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ওঠা কয়েকজন আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিস্তান থেকে যাত্রীবেশে চার জন বাসটিতে ওঠে। তাঁতী বাজার মোড়ে এসে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। তিন জন পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করেছে বংশাল থানা-পুলিশ।