মিরপুরে ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ২

আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলো মো. রহিম সুলতান ওরফে বায়েজিদ (২৭) ও বেল্লাল হোসেন (৩৫)। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানার পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

রবিবার (৩১ মার্চ) র‌্যাব-৪-এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলসহ ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, রহিম সুলতান ওরফে বায়েজিদ ‘বায়েজিদ গ্যাং’ নামে একটি কিশোর গ্যাং এবং আন্তজেলা ডাকাত দল গঠন করে ঢাকাসহ এর আশপাশের জেলায় ডাকাতি করে আসছিল। সে ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক পরিচয়ে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।

এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যুতা এবং চুরিসহ নিয়মিত মামলা রয়েছে। অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।