বর্ষবরণে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা

দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে বর্ষবরণে মেতে উঠবে বাঙালি জাতি। বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার (১৪ এপ্রিল) নতুন বছর, তাই আজই শেষ হবে এর সব প্রস্তুতি।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ঢাবি চারুকলা অনুষদের শিক্ষার্থীরা

সরেজমিন ঢাবির চারুকলা অনুষদ ঘুরে দেখা যায়, বাঁশ, বেত আর কাঠে তৈরি হয়েছে হাতি ও টেপা পুতুলের বিশাল আকৃতির ভাস্কর্য। নিখুঁত গিঁটে পাকা হচ্ছে প্রতিটি বুনট। কেউ তৈরি করছেন কাগজের মুখোশ, কেউ বা দিচ্ছেন রঙ-তুলির আঁচড়। কেউ আবার কাঠামোগুলোর ওপর আবরণ লাগাতে ব্যস্ত। সবারই লক্ষ শোভাযাত্রাকে অন্যান্য বছরের চেয়ে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলা।

চলছে শেষ সময়ের প্রস্তুতি

কেউ তৈরি করছেন কাগজের মুখোশ, কেউ দিচ্ছেন রঙ-তুলির আঁচড়

পেঁচার মুখোশ হাতে এক শিক্ষার্থী

 

আজই শেষ হবে সব প্রস্তুতি

চারুকলায় ছবি তোলেন দুই বিদেশি

আনন্দে মেতেছেন তারা

কয়েক বন্ধু মিলে ছবি তুলছেন