মজায় মজায় অঙ্ক শিখলো শিশুরা

মজায় মজায় অঙ্ক শেখার সেশন চলছে লিট ফেস্টেআমাদের দেশে শিশুদের অঙ্কে ভীতি খুব সাধারণ একটি বিষয়। কিন্তু অঙ্ক বিষয়টিও যে খুবই মজার এবং খেলার ছলে অঙ্ক শেখা যায়, সে বিষয়টিকে মাথায় রেখেই লিট ফেস্টের শেষ দিনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ম্যাজিক অব ম্যাথ’ শীর্ষক একটি সেশন। শনিবার (১৮ নভেম্বর) বাংলা একাডেমির কসমিক টেন্টে অনুষ্ঠিত হয় এই সেশন। শাহরিয়ার রহমানের উপস্থাপনায় সেশনে অংশ নেন দুই অভিভাবক ইমরান আহম্মেদ ও শ্রাবন্তী দত্ত।

সেশনের শুরুতে বক্তারা বলেন, যেসব শিশুরা অঙ্ক ভয় পায়, তাদের নিয়ে এই আয়োজন। প্রচলিত শিক্ষাপদ্ধতিতে শিশুদের মধ্যে অঙ্কে ভীতি তৈরি হলেও কিছু মজার কৌশলে তাদের শেখাতে পারলে অঙ্ক নিয়ে তাদের মধ্যে আর কোনও ভীতি থাকবে না।

সেশন চলাকালে শিশুসহ অভিবাবকরা বিভিন্ন অঙ্কের সমাধানে অংশ নেন।