সিটি নির্বাচন পেছানোর দাবি জানালো ‘সম্প্রীতি বাংলাদেশ’

1

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ‘সম্প্রীতি বাংলাদেশ’। এ দাবিতে ৫১ জন নাগরিকের স্বাক্ষর সংবলিত একটি যুক্ত বিবৃতি দিয়েছে সংগঠনটি। শনিবার (১৭ জানুয়ারি)  বিকালে সম্প্রীতি বাংলাদেশ'র সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। কিন্তু ওইদিনই সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। পূজার দিন ভোটের তারিখ নির্ধারণ করার বিষয়ে নানামহল থেকে আপত্তি উঠেছে। পূজা উদযাপিত হয়ে থাকে এ রকম প্রতিষ্ঠানে ৭৩টি ভোটকেন্দ্র রয়েছে। বাংলাদেশে ধর্মীয় উৎসব অনুষ্ঠানের কারণে নির্বাচনের তারিখ পরিবর্তনের নজিরও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দল, প্রার্থীসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও নমনীয়। কাজেই নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করলে কোনও রাজনৈতিক সংকট দেখা দেবে না। আমরা আশা করব, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি সিটি করপোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা যেন ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হয় সেই ব্যাপারটি বিবেচনা করবে।