কাগজের বোতল তৈরি করছে কোকাকোলা

প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে কাগজের বোতল তৈরির চেষ্টা চালাচ্ছে কোকাকোলা। প্লাস্টিকের চেয়ে পাতলা আবরণের বোতল তৈরির কার্যক্রমটি পরিচালনা করছে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান পোবেকো। গবেষণাগারে দীর্ঘ সাত বছর ধরে এমন বোতল তৈরির পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।  প্রাথমিক অবস্থায় দুই হাজার বোতল তৈরি করেছে পোবেকো। খবর বিবিসির।

পোবেকো'র কমার্শিয়াল ম্যানেজার মাইকেল মিচেলসন বলেন, ‘শক্তিশালী ফাইবার মিশ্রণের মাধ্যমে চৌকসভাবে পণ্যের নকশা করা হয়েছে, যাতে চাপের মধ্যেও বোতল ভেঙে না পড়ে।’

তাদের মূল লক্ষ্য, শতভাগ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বোতল, যা কার্বনেটেড পানীয় থেকে গ্যাস বের হয়ে যাওয়া রোধ করতে সক্ষম।

পানীয়তে কোনও প্রকার তন্তু যেন প্রবেশ করতে না পারে, সেটিও লক্ষ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছে কোকাকোলা।

গত বছর বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের ক্ষেত্রে সবার ওপরে ছিল কোকাকোলা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পেপসি ও নেসলে।

এদিকে বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্লসবার্গও কাগজের বোতল তৈরির চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ কার্যক্রম সফল হলে পানীয় মোড়কিকরণে আমূল পরিবর্তন আসবে। প্লাস্টিক দূষণ অনেকাংশে কমে যাবে, যা বিশ্ববাসীর জন্য সুখবর।