ঢাকায় ‘জলবায়ু অবরোধ আন্দোলন’ কর্মসূচি

জলবায়ু পরিবর্তন রোধে ঢাকায় ‘জলবায়ু অবরোধ আন্দোলন’ কর্মসূচি পালন করেছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের স্বেচ্ছাসেবকরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি দেশ বা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু তার জীবিকা, জীবনযাত্রা ও সংস্কৃতির উপর প্রভাব রাখে। কিন্তু সম্প্রতি জলবায়ু পরিবর্তনে দেশে বেশ কিছু প্রাকৃতিক দূর্যোগসহ প্রকৃতির বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা গিয়েছে। এর ফলে জনজীবন ও বন্য পশু-পাখি ঝুঁকির মুখে। 

কর্মসূচিতে বক্তারা বলেন, এই দুর্যোগ ও প্রাকৃতিক অসামঞ্জস্যতার মূল কারণ জলবায়ু পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তনে অপরিকল্পিতভাবে নগরায়ন এবং শিল্পায়নের বিস্তার দায়ী। প্রতিনিয়তই পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এমন আচরণ করে যাচ্ছে মানবসমাজ। ফলে জলবায়ু এই পরিবর্তনে ক্ষতিগ্রস্থ হচ্ছে সারা বিশ্ব এবং বিলুপ্ত হতে পারে বিভিন্ন প্রজাতির প্রাণী।

তাদের দাবি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে। পরিবেশবান্ধব পণ্য, যন্ত্রাংশ ব্যবহারে নজর দিতে হবে। সমাজের সকল স্তরের জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সকলের অংশগ্রহণ করতে হবে।