পায়ের তলায় সর্ষে (ফটোস্টোরি)

যতদূর চোখ যায়, শুধু হলুদ আর হলুদ! চারদিকে নজরকাড়া সর্ষে ফুল। কোথাও কোথাও ফুলে ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। সরিষার হলুদ ফুলের মোহনীয় ঘ্রাণে আকুল হয়ে যায় মন। প্রকৃতিপ্রেমীরা সর্ষে ফুলের সান্নিধ্যে অবসর সময় কাটান। কেরানীগঞ্জের রসুলপুর গ্রাম ঘুরে ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন।

জমিতে দুলছে সর্ষে ফুল। দেশের অনেক জায়গায় এই বর্ণিল সমারোহ চোখে পড়ে।

 

সুগন্ধি ছড়ানো অপরূপ ফুলে ফুলে ভরে উঠেছে সরিষা ক্ষেত।

 

জমিতে দুলছে সর্ষে ফুল। দেশের অনেক জায়গায় এই বর্ণিল সমারোহ চোখে পড়ে।

 

সরিষা ক্ষেত হাতছানি দেয় প্রকৃতিপ্রেমীদের। হলুদ সর্ষে ফুলের মোহনীয় ঘ্রাণ উপভোগ করেন তারা। 

 

সূর্যাস্তের রঙে সরিষা ক্ষেতের সৌন্দর্যে ছড়ায় অন্যমাত্রা।