পরিবেশ দূষণের দায়ে ৭ প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশ দূষণের দায়ে সাভারের ট্যানারিতে ৭টি প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১ মার্চ) পরিবেশ দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয় এই কার্যক্রমে সহযোগিতা করেছে।

পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং জানিয়েছে, দূষণবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।