পরিবেশদূষণ: তেইশ যানবাহন ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ২৩টি যানবাহনকে ৪৮ হাজার ৩০০ টাকা এবং ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর, মুগদা, আগারগাঁও, রমনা ও লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে লালবাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের আদালত ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, আদাবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের আদালত ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। যানবাহনের কালোধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণের দায়ে মুগদায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের আদালত ১১টি যানবাহনকে ২৫ হাজার টাকা এবং আগারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর আদালত ৯টি যানবাহনকে ২০ হাজার ১০০ টাকা জরিমানা করেন। মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে ৩টি যানবাহনকে ২ হাজার ২ শত টাকা জরিমানা করেন রমনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের আদালত।

পরিবেশ অধিদফতর জানায়, তাদের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।