নড়াই দেবধোলাই বালু ও শীতলক্ষ্যাকে উদ্ধারের আহ্বান

২০০০ সাল থেকে নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন করে আসছে এলাকাবাসী। ২০২৩ সালে এসে এসব নদীর পানি আজ বিষাক্ত। পানিতে কোনও প্রাণের অস্তিত্ব নেই। এই নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়া এবং পাশাপাশি নদীগুলোকে দখল-দূষণের হাত থেকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

রবিবার (৪ জুন) বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বারোগ্রাম উন্নয়ন সংস্থা, বারোগ্রাম বালু নদী মোর্চা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে প্লাস্টিক দ্বারা দূষণ ও দখলের হাত থেকে নড়াই দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীকে রক্ষা করার জন্য ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা এলাকায় একটি নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানেই তারা এই আহ্বান জানান।

বারোগ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বারোগ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম সরকার, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সুমন আহমেদ, মো. নাসির উদ্দিন, ইশতিয়াক আহমেদ বাবুল, আব্দুল কাইয়ুম, হাফিজুল ইসলাম ইমনসহ আরও অনেকে।

শরীফ জামিল বলেন, ২০০০ সাল থেকে বারোগ্রাম এলাকার মানুষ নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন করে আসছে। আজ ২০২৩ সালে এসব নদীর পানি বিষাক্ত। পানিতে কোনও প্রাণের অস্তিত্ব নেই। নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এই সমাবেশ ও মানববন্ধনে বারোগ্রামবাসীর প্রতি আবারও আন্দোলন গড়ে তুলে নদীগুলোকে উদ্ধারে আহ্বান জানান।

সুরুজ মিয়া বলেন, দাসেরকান্দি ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য এলাকাবাসী তাদের জমি দিয়েছি শুধু পানির স্বচ্ছতা পাওয়ার আসায়। কিন্তু বর্তমানে নদীর যে অবস্থা, তা দেখে আমরা হতাশ। আমাদের দাবি এসব নদীর পানির স্বচ্ছতা ফিরিয়া আনা হোক এবং দখল-দূষণ বন্ধ হোক।

নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, পরিবেশ রক্ষায় বারোগ্রামবাসী আজ ঐক্যবদ্ধ। এতে আশা করা যায় আগামী দিনে সরকার বা সংশ্লিষ্ট মহল এই নদীগুলোর পানি মানুষের ব্যবহারযোগ্য পর্যায়ে নিতে উদ্যোগ নেবে।