পরিবেশ দূষণ মোকাবিলায় এসডো-বিএসএমএমইউ সমঝোতা স্মারক সই

ক্ষতিকারক ভারী ধাতু এবং প্লাস্টিক দূষণের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান পরিবেশগত সংকট মোকাবিলায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) একটি সমঝোতা স্মারক সই করেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সই হওয়া যৌথ অংশীদারত্বের এই উদ্যোগের লক্ষ্য হলো বিষাক্ত ক্ষতিকারক পদার্থের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানব স্বাস্থ্য ও পরিবেশ উভয়ের সুস্বাস্থ্য নিশ্চিত করা।

এসডো জানায়, ভারী ধাতুগুলো তাদের বিষাক্ততা, স্থায়ীত্বতা এবং সহনশীলতার কারণে পরিবেশে মারাত্মক হুমকির সৃষ্টি করে। এই ধাতুগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট কিন্তু মানুষের কার্যকলাপ দ্বারা ক্রমবর্ধমানভাবে ক্ষতিকারক হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষতিকারক পদার্থ মানব স্বাস্থ্য ও জলজ জীবনের ওপর ক্ষতিকর হুমকির সৃষ্টি করে। ফলে জনস্বাস্থ্য এবং পরিবেশগত ভারসাম্য বিপন্ন হয়। প্লাস্টিক উৎপাদনে প্রায় ১৩ হাজারের বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। এই বিষাক্ত পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে অনুপ্রবেশ করে জলজ প্রাণীসহ অন্যান্য প্রাণীদের ক্যানসার,  প্রজননগত সমস্যা এবং ইকোটক্সিসিটির মতো মারাত্নক ঝুঁকির সৃষ্টি করে। যা পরিবেশগত সংকটকে আরও বাড়িয়ে তোলে।

এই সংকট মোকাবিলার জন্য এসডো এবং বিএসএমএমইউ যৌথভাবে এই সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।

অনুষ্ঠানে বিএসএমএমইউ ভবিষ্যৎ প্রকল্পে পরিবেশ দূষণ সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে এসডো’কে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে, এসডো জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে বিএসএমএমইউ’র অভিজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় স্বাস্থ্যসেবা নির্দেশিকা এবং শিখন উপকরণ তৈরি করবে। যা পরবর্তীতে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন ও নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা এবং বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হকসহ অন্যরা।