‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’

স্বাভাবিক পরিবেশে বাঁচতে হলে প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছ রোপণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রব।

সোমবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস ফর ইকোসলিউশনের উদ্যোগে আয়োজিত ‘হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রব বলেন, পৃথিবী ও প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে সব মহলকে এগিয়ে আসতে হবে। আল্লাহর সৃষ্টির সংরক্ষণে প্রাকৃতিক নিয়ম মানায় সবাইকে বদ্ধপরিকর হতে হবে।

তিনি আরও বলেন, মানুষ ও পরিবেশ এই পৃথিবীর মূল্যবান অঙ্গ। প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব। তাই প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের কথাটা জানা খুবই জরুরি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে পরিবেশ ধ্বংস করা কখনোই কল্যাণকর হবে না। বৃক্ষনিধনের ফলে প্রকৃতি নাজুক হয়ে পড়েছে।

অন্যদিকে বৈশ্বিক পরিবর্তনের ফলে এতে গরম আবহাওয়া আরও বেড়েছে। ফলে পরবর্তী প্রজন্ম আরও ক্ষতির সম্মুখীন হবে। হিট স্ট্রোকে মৃত্যুসহ নানাভাবে মানুষ দুর্বিষহ পরিস্থিতিতে পড়ে যাবে।

সেমিনারে অন্য বক্তারা বলেন, গরম আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন, দূষণ আমাদেরই সচেতন থেকে মোকাবিলা করতে হবে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ ও ভূমিকা পালন করতে হবে। বেশি সময় ধরে উচ্চ তাপমাত্রায় থাকলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক ও পেশির ক্ষতি হতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মেহেদী হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে—একাংশ) সভাপতি শহিদুল ইসলাম, প্যানেল অব এক্সপার্ট ডা. শোয়েব মোমেন মজুমদার, ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ।