সৈয়দ আশরাফুল ইসলামের লাশ দেশে আনা হবে শনিবার

 

সৈয়দ আশরাফুর ইসলাম (ছবি: সংগৃহীত)জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের লাশ শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে আনা হবে। 

সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টায় ব্যাংকক থেকে তাঁর লাশ দেশে পাঠানো হবে, যা সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।

এর আগে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন...

সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই

সৈয়দ আশরাফুলের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

সৈয়দ আশরাফের মৃত্যুতে ঐক্যফ্রন্ট ও বিএনপির শোক

সৈয়দ আশরাফের মৃত্যুতে মন্ত্রী-এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মহলের শোক