টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আশরাফকে নিয়ে স্মরণসভা

সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে স্মরণসভায় উপস্থিত সুধীবৃন্দআওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)। শুক্রবার (৪ জানুয়ারি) রাতে বুটেক্স অডিটোরিয়ামে যৌথভাবে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, আইটিইটি, বিবিটিইএ এবং টিইডি-আইইবি।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন—বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইঞ্জিনিয়ার অধ্যাপক মাসউদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন—একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। সভাপতিত্ব করেন—টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম।

স্মরণসভায় অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসউদ আহমদ বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের মতো নির্লোভ রাজনীতিবিদ বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। আদর্শবান রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তিনি।’

সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তার অকাল প্রয়াণ এদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।’

এসময় রাজনীতিবিদদের সৈয়দ আশরাফের আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।