‘সাংবাদিক মোস্তাক হোসেন একজন ভালো মানুষ ছিলেন’

মোস্তাক হোসেনপ্রয়াত সাংবাদিক মোস্তাক হোসেন একজন অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের পক্ষের কলম সৈনিক ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সাংবাদিক মোস্তাক হোসেন একজন ভালো মানুষ ছিলেন। তাকে অনেকের মতো আমিও মামা ডাকতাম।’
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মোস্তাক আহমেদ স্মরণসভা এবং শামীম আহমেদ প্রণীত ‘সাংবাদিক মোস্তাক হোসেন একটি যুগের প্রতীক’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটির গ্রন্থকার ও প্রকাশক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ২০০৭ সালে গ্রেফতার হওয়ার পর দলের অনেকেই ভোল পাল্টেছেন। যারা কাগজে লেখেন, তারাও অনেকে ভোল পাল্টেছেন। কিন্তু মোস্তাক ভাই নেত্রীকে মুক্ত করার জন্য একজন কলম সৈনিক হিসেবে কাজ করেছেন, সভা করেছেন। আমরা ক্ষমতায় আসার পরও সরকারের কাছে তিনি কিছুই চাননি।’
স্মরণসভার আয়োজক শামীম আহমেদকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তিনি একক প্রচেষ্টায় এই আয়োজন করেছেন। আয়োজনটি ছোট, কিন্তু এর মধ্যে অনেক আবেগ আছে, ভালোবাসা আছে। এ জন্য শামীমকে আমি ধন্যবাদ জানাই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘মোস্তাক ভাই আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে চিনতেন। আমার মনে হয়, তিনি কখনও কোনও চাহিদা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাননি। এমন মানুষ আজকের সমাজে বিরল। শুধু সাংবদিকদের জন্য নয়, সমাজের সবার জন্য তিনি একটা উদাহরণ।’

অনুষ্ঠানে মন্ত্রী আয়োজকদের পক্ষ থেকে চ্যানেল আই সাংবাদিক তারিকুল ইসলাম মাসুদের হতে ‘মোস্তাক হোসেন স্মৃতি পদক’ তুলে দেন ও রিপোর্টিংয়ে তার দক্ষতার প্রশংসা করেন।