লঞ্চডুবি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

বুড়িগঙ্গায় লঞ্চডুবি (ছবি: নাসিরুল ইসলাম)
ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৯ জুন) পৃথক শোকবার্তায় তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

এছাড়া, লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিও শোক ও দুঃখ প্রকাশ করেছেন।    

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মযূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে যায়। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ, ৮ নারী এবং তিনটি শিশু রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার