দেশবাসীর প্রতি অধ্যাপক এমাজউদ্দীনের পরিবারের কৃতজ্ঞতা

ড. এমাজউদ্দীন আহমদআন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে দেশবাসী যে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছে তাতে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে প্রয়াত এই রাষ্ট্রবিজ্ঞানীর জ্যেষ্ঠ পুত্র জিয়াউল হাসানের উদ্ধৃতি দিয়ে এ কথা জানান শত নাগরিক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু।

এমাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ পুত্র জিয়াউল হাসান তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমার পিতার মৃত্যুর পর এদেশের সর্বস্তরের মানুষ যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়েছেন তার কোনও তুলনা হয় না।

জিয়াউল হাসান ও তার পরিবার সংবাদপত্রের মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন, বলে জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু জানান, করোনার কারণে আগামীকাল বাদ জুম্মা খুব সংক্ষিপ্তভাবে, কাঁটাবন ঢালের মসজিদে মুনওয়ারায় মরহুমের দোয়া ও কুলখানির অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ড. এমাজউদ্দীন আহমদ গত ১৭ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।