‘কথাসাহিত্যে রাহাত খান চিরস্মরণীয়’

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানকথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘বাংলা কথাসাহিত্য ও সাংবাদিকতায় রাহাত খানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শনিবার (২৯ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন। তার প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাহাত খানের মৃত্যুতে বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্প ধারার নেতারা মনে করেন, রাহাত খানের মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য অঙ্গন তার এক দিকপালকে হারালো।

নেতারা রাহাত খানের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান শুক্রবার (২৮ আগস্ট) রাতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ডায়বেটিকসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।