সৌমিত্রের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল

125179011_859663934572366_4986381078959131635_nউপমহাদেশের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ছিলেন একাধারে অভিনেতা, নাট্যকার, কবি ও চিত্রকর। ৬০-এর দশক থেকে আমৃত্যু তিনি অপ্রতিদ্বন্দ্বি অভিনেতা ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয় নৈপুন্যের জন্য উপ-মহাদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।’

রবিবার (১৫ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় বর্ণাঢ্য জীবনের ইতি ঘটিয়ে রবিবার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১২টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, ‘গুণী এই অভিনেতার অভিনয় দেখে দর্শকরা এতোটাই বিমুগ্ধ হতেন যে, তার অভিনয়কে বাস্তবতা-জ্ঞান করতেন। তিনি তার উত্তরসূরী অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’

‘এই কুশলী অভিনেতা ব্যক্তিগত জীবনেও ছিলেন সহৃদয়, উদারচেতা ও বিনীত স্বভাবের অধিকারী’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাংলা সিনেমা জগতে তিনি ছিলেন একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। এই অভিনয় শিল্পীর ইন্তেকালে উপ-মহাদেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

এদিকে, খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি শায়রুল কবির খান শোক প্রকাশ করেছেন।